আমি - তুমি
সুলেখা ভান্ডারী ,
বালিগঞ্জ, কলকাতা
আমি ধরিত্রী, তুমি আমার কোলে শান্তিতে থাকতে পারো।
আমি আকাশ, তুমি মেঘ হয়ে আমার বুকে ভেসে থাকতে পারো।
আমি সূর্য, তুমি রামধনু হয়ে তোমার সাত রং ছড়িয়ে দিতে পারো।
আমি মহাকাশ, তুমি তারা হয়ে আমার বুকে মিটমিটি হাসতে পারো।
আমি রাত্রি, তুমি চন্দ্র হয়ে তোমার স্নিগ্ধ আলো ছড়িয়ে দিতে পারো।
আমি অন্ধকার, তুমি জোনাকি হয়ে ঝিকমিক করতে পারো।
আমি নদী, তুমি মোহনা হয়ে আমার সাথে এক হতে পারো।
আমি সাগর, তুমি মহাসাগর হয়ে আমাতে মিশতে পারো।
আমি কুল, তুমি ঢেউ হয়ে আমার বুকে আছড়ে পড়তে পারো।
আমি স্রোত, তুমি চোরাবালি হয়ে কোথাও লুকিয়ে থাকতে পারো।
আমি মহাসমুদ্র, তুমি জাহাজ হয়ে আমার বুকে পাড়ি দিতে পারো।
আমি ঝিনুক, তুমি মুক্তা হয়ে আমার হৃদয়ে শান্তিতে থাকতে পারো।
আমি বৃক্ষ, তুমি তরুলতা হয়ে আমায় জড়িয়ে থাকতে পারো।
আমি ফুল, তুমি ভ্রমর হয়ে গুনগুনিয়ে আমার মধু খেতে পারো।
আমি কুঁড়ি, তুমি ফুল ফুটে তোমার মিষ্টি গন্ধ ছড়াতে পারো চারিদিকে।
আমি বৃষ্টি, তুমি ময়ূর হয়ে তোমার পেখম খানি মেলে দিতে পারো।
আমি বট বৃক্ষ তুমি ক্লান্ত পথিক হয়ে আমার ছায়ায় বসতে পারো।
আমি বলি জল, তুমি বলো পানি, কেউ বলে ওয়াটার, সবই কিন্তু এক।
আমি বলি ভগবান, তুমি বলো আল্লাহ, কেউ বলে গড, তবে সৃষ্টি এক।
আমি ভক্ত, তুমি দেবতা তোমার পায়ে আমার দিও ঠাঁই আর কিছু আমি নাহি চাই।