মূল্য
কুমার আশীষ রায়,
নিউ-দিল্লি
প্রবাহিত বিদ্যুৎ স্বপ্নের স্পন্দনে
অভিযোগ লুপ্ত আনন্দ বর্ষণে
উচ্চাশা পালিত আত্মার প্রসাদে
লজ্জার গ্লানি দূর উল্লাস অবাধে
যৌবন দীপ্তির তারুণ্য চিত্তে
আনন্দ অনাবিল জীবনের বৃত্তে
নীলাকাশে বলাকা ওড়ে যূথবদ্ধ
প্রকৃতির জড়তা আহ্লাদে স্তব্ধ
অক্ষয় কামনা উপবাসে সুপ্ত
দৃঢ় সংকল্পে -- রিপু সব ভৃত্য
অভ্যাসে দূরীভূত চাহিদার ক্রন্দন
জেনে রাখা ভাল তাই, বিধাতার নন্দন
স্বার্থ-আলস্য যদি হয় ভঙ্গ
হোক যোগ জীবনে সততার সঙ্গ
কৌশল সুনিপুন -- চাতুর্য কর্মে
বিদূরিত সংশয় বিবেকের মর্মে
শোভিত নীরোগ দেহে স্বাস্থ্যই আভরণ
শিক্ষিত মানুষের উন্নত আচরণ
প্রকৃত বুদ্ধিমান হুঁশিয়ার সচেতন
শয়তান স্বভাবত সজ্ঞানে অচেতন
আমি যে তুলসী পাতা
কুমার আশীষ রায়,
নিউ-দিল্লি
ঘটেছে, ঘটছে, ঘটবে যা-কিছু
সবেতেই যে বিধাতা
আজ আমি তাই, সব ছেড়েছুড়ে
হয়েছি তুলসী পাতা
এককালে আমি, কত কি করেছি
ছাড়িনি করতে কিছু
যাকে বা যা-কিছু, ধরেছে মনে
ছাড়িনি যে তার পিছু
কোন কিছু খেতে, ছিল না বাধা
ভাবিনি তা অবিচার
অনেকের মতে, এসব-ই আমার
ধর্মীয় অনাচার
যেখানেই যাই, দেখেছি সেখানে
রয়েছে আসন পাতা
কেন না আমি, সব ছেড়ে খাঁটি
হয়েছি তুলসী পাতা
জীবনের খাতা, কুকর্মে ভরা
কি হবে সে-সব শুনে
কানায় কানায় চরিত্রটা
ভরেছি মন্দ গুণে
সে-সবই আজ অতীতে ঠেলে
উঠেছি কতটা জাতে
ঝলমলে দিন, দেখছি গা ঝেড়ে
উদিত অরুণ প্রাতে
নিষ্পেষিত হয়েছে অনেকে
পেষণের আমি যাঁতা
বৈরাগ নিয়ে, অধুনা আমি
হয়েছি তুলসী পাতা
আপনার দোষ, দেখিনি কখনো
ছিদ্র খুঁজেছি পরের
যা-কিছু ভালো, পড়েছিল চোখে
সে-সবই ছিল ঘরের
স্বার্থ-সিদ্ধি, করতে কারোর
মাথায় ধরেছি ছাতা
ঠিক পরে তার, গায়ে চড়ে আমি
হয়েছি "বিছুটি" পাতা
অপাপবিদ্ধ, আত্মসিদ্ধ
বৃদ্ধ এখন আমি
স্বর্গের কোন ভগবান দ্বারা
করুণাপ্রাপ্ত প্রাণী
কালিমাগুলো নেই মনে আর
ভুলেছি পুরনো কথা
গঙ্গাজলে, ঘষে ঘষে ধোয়া
শুদ্ধ তুলসী পাতা