মূল্য

কুমার আশীষ রায়,

নিউ-দিল্লি

প্রবাহিত বিদ্যুৎ স্বপ্নের স্পন্দনে
অভিযোগ লুপ্ত আনন্দ বর্ষণে
উচ্চাশা পালিত আত্মার প্রসাদে
লজ্জার গ্লানি দূর উল্লাস অবাধে

যৌবন দীপ্তির তারুণ্য চিত্তে
আনন্দ অনাবিল জীবনের বৃত্তে
নীলাকাশে বলাকা ওড়ে যূথবদ্ধ
প্রকৃতির জড়তা আহ্লাদে স্তব্ধ

অক্ষয় কামনা উপবাসে সুপ্ত
দৃঢ় সংকল্পে -- রিপু সব ভৃত্য
অভ্যাসে দূরীভূত চাহিদার ক্রন্দন
জেনে রাখা ভাল তাই, বিধাতার নন্দন

স্বার্থ-আলস্য যদি হয় ভঙ্গ
হোক যোগ জীবনে সততার সঙ্গ
কৌশল সুনিপুন -- চাতুর্য কর্মে
বিদূরিত সংশয় বিবেকের মর্মে

শোভিত নীরোগ দেহে স্বাস্থ্য‌ই আভরণ
শিক্ষিত মানুষের উন্নত আচরণ
প্রকৃত বুদ্ধিমান হুঁশিয়ার সচেতন
শয়তান স্বভাবত সজ্ঞানে অচেতন