বহুব্রীহি

কৌশিক সেন,

নিউ-দিল্লি

রাত ভোর হলে বালি চিকচিক
জলবায়ুমেঘ নদীমাতৃক
লালঘোড়া ছোটে তরুণীসুবাস
অরুণ আলোয় দেশ ঘুরে যায়

সুফলা জমিটি ঘুরে ঘুরে আসে
মায়া জমে আজও তারই আশেপাশে
সুজলা আকাশ অভিযাত্রিক
যূথমেঘমালা নদীমাতৃক।

ঋতুমতীদাগে আবেগি কিষাণী
গাভী ঘুরে গেলে গাভীন ঈশানী
ওকি শ্যাম ছেলে, মেঠো কার্তিক!
বাঁশিটির সুরে নদী বয়ে যায়…

ধানক্ষেত জোরা বালিকাবিকেল
গামছায় বাঁধা ফল চুষে খায়,
সমুচিত দেশ পুরাতাত্ত্বিক
আঁজলায় ভরা নদীমাতৃক।

বয়ে যায় মেঘ, পশ্চিমদিক
এই মহাকাল, নদীমাতৃক
নদী বয়ে চলে রথের চাকায়
দেশ থেকে দেশ আলো ঘুরে যায়।।