ভাঁট ফুল
অনিন্দিতা গুড়িয়া,
নতুন দিল্লী
পড়ে থাকে অনাদরে শুধু অবহেলা ভরে
সাদা থোকা থোকা রাশী রাশী
বনে পথে প্রান্তরে কভু বা ধূলার পরে
ছড়ায় বেদন ভরা হাসি।
কেউ তো করুনা করে গাঁথেনা মালার ডোরে
নাই তার দেব পদে স্থান
কেউ তো কবরী পরে পরেনি যত্ন করে
শুধু দূরে ঠেলা অভিমান।
অবক্ত রোদন হিয়া পাইলে বসন্ত ছোঁয়া
প্রস্ফুটিত প্রকৃতি মাঝারে
স্নেহ ভালবাসা হীন পড়ে থাকে হয়ে দীন
ব্রাত্য খুবই সবার নজরে।
বুকে তারও আছে সুধা আছে প্রেম লাগি ক্ষুধা
তবুও বাতিল ফুল দলে
না সাজে মালির সাজি না শোভে ফুলের দানি
পথে ফুটে পথে ঝরে চলে।।
