বুদ্ধ আসেন
পৃথা দাস,
নিউ-দিল্লি
একটু ক্ষয়ে যেতে থাকা চাঁদের
পূর্ণিমা যাপন, বিগত অতীত,
বেলকুঁড়ি সুগন্ধি-- নক্ষত্রে বলয়
মধ্যরাতে কো জাগর ভিক্ষু
বুদ্ধ আসেন -- রাজপথে ,
নগর পরিক্রমণে, চীর বস্ত্রে
চির বৈরাগ্যে করুণা ঘন চোখে
খুঁজতে থাকেন জরা মৃত্যু
রোগ, শোক , তাপ-----
প্রতিপদ, দ্বিতীয়া , তৃতীয়া
বুদ্ধ-পথ হারান , সভ্যতায়
সুজাতা সাধারনী মানবী, আসে না ,
আসে না সে পরমান্ন নিয়ে ,
অভুক্ত অমিতাভ তবুও, ধ্যানমগ্ন
বিপন্ন বিস্ময়ে আজ বৌদ্ধিক বুদ্ধত্ব ।।
