চরম-সত্য

শুভজিৎ মুখার্জি,

কলকাতা

শৈশব ও কৈশোর উপান্তে,
ধীরে ধীরে লভি যৌবন --
আসলে তা ছিল অনুভূতি প্রান্তে,
মহাশীর্বাদ -- বিবশিত মম তনুমন।

ভালবাসা বলে কিছু হয় না !
আসলে তা শুধু অলীক, শরিরী মায়া --
জীবনান্তে কিছু বেঁচে রয় না,
'ভাললাগা' শুধু ঘিরে থাকে কায়া।

অলক্ষ্যে জীবন সদা নিয়োজিত হয়,
ভালো থাকার চেষ্টায়, বাকী সব ব্রাত্য !
সকলি মিথ্যা এ জগতে, অজ্ঞান - অভিনয়,
শুধু এই অনুভূতিটুকু চরম সত্য !

এই দেহতো আসলে এক মন্দির --
অন্তরাত্মা যেথা অধিষ্ঠিত ঈশ্বর !
কে কাকে, কিভাবে, পূজিবে স্হবির ;
মহামায়া কোলে, মহাকাল হয় নশ্বর !