আসামের ডায়েরি

সীমন্তিনী,

আসাম

এত বাজার দেখে কি ভেবেছ আমি কি বাজার বিক্রি করতে বসেছি না না বাজার বিক্রি করতে বসিনি , লম্বু মানে আমার পতিদেব টি বাজার করলে এমনই করে। ওই কথায় আছে না ধরে আনতে বললে বেঁধে আনে -- ওই আর কী ৷৷যখনই অফিস টুরে যায় এমন করে বাজার কিনে দিয়ে যায় ৷ একজন মানুষের এক সপ্তাহের বাজার ! 😱

যাই হোক যা বলছিলাম , কে বা কারা বলেছিল অসমীয়া ভাষা নাকি বাংলার মত , তাদের জন্য বলি , কাল বাজারে গিয়েছিলাম ওই যে কী সব ডে চলছে না ওই মানাতে আর কী , তা রোজ রোজ সময় কোথায় তাই একদিনে সব ডে একসাথেই সেলিব্রেট করা হল আর কী , গোলাপ দিয়ে প্রপোজ করে চকলেট ,বিরিয়ানি খাইয়ে , টেডির বদলে কিছু গিফ্ট কিনে কোলাকুলি করে ভালবাসি বলে ভ্যালেন্টাইন সেজে নিল আর কী 😁

যাই হোক আসল কথায় আসি , সব্জির বাজারে দাঁড়িয়ে সব্জি কিনছি এক জায়গায় , হঠাৎ দীপের কল আসায় ও কথা বলায় ব্যস্ত ,,, আমি টমেটো বাছাই করতে , দোকানদার ছেলেটা বলল ," বিলাই নেবো ?" আমি তো হাঁ করে তাকিয়ে আছি তার দিকে মনে মনে ভাবলাম তুমি বিড়াল নেবে কিনা নিজের বৌ রে জিগাও আমারে কেন বাবা ? 🙄

আমায় চুপ থাকতে দেখে আবারো একই কথা বলল , আমি বললাম ," না না ওসব আমার কাছে নেই ৷ বলে ঝুড়িতে টমেটোগুলো দিয়ে বাড়িয়ে দিলাম , সে একটু অবাক হয়েই হাত থেকে সেগুলো নিয়ে ওজন করে বলল " হাটি টকা নিম ৷"
----"কীইইইই"
----- হাটি টকা লাগব ৷৷😑

একটু ভেবে মাথা চুলকে বোঝার চেষ্টা করলাম কী বলতে চায় ওই ব্যাটা ৷ 🤔 অনেক ভেবে চিন্তে ত্রিশ টাকা ( হাটি মানে থার্টি ভেবেছি আর কী ) তার হাতে দিয়ে টমেটোর প্যাকেট নিয়ে হাটা লাগাবার উদ্যোগ করতেই ছেলেটি আবার বলল ," অ বাইডো, বাকি টকা কোত্ ?বাকি তিশ টকা নিম ৷ "
আমি তো নিমপাতা নিই নি তবে? বাকি টাকা আবার কী ? আমি কটকট করে তাকিয়ে বললাম ,"কেন?"
জবাবে শুনলাম " ডাঙর ডাঙর বিলাই নিলে ৷" 😡

লে বাবা কি সব বলে ডাঙর আবার কী ? হাঙর মানে মাছ জানি ৷😲
এমন সময় দীপ এসে উদ্ধার করল ৷

বাড়ি যেতে যেতে জানলাম বিলাই মানে বিড়াল নয় , বিলাই মানে টমেটো ( মনে মনে ভাবলাম বিলাইতি থেকে বিলাই) হাটি টকা মানে হল ষাট টাকা --তবে বিড়ালকে কী বলে?
-- মেকুড়ি দীপ জবাব দিল ৷
--- আর ওই যে হাঙর না কী বলল ? তার মানে?

দীপ হেসে ওঠে বলে , " ওরে হাঙর নয় ডাঙর মানে বড় বড় ৷"🤣

অসমীয়া ভাষার হরফ বাংলার মতই সব কয়েকটা একটু এদিক ওদিক ৷ কিন্তু ভাষাটা অনেকটাই আলাদা ৷ যাই হোক এখনো এখানকার স্থানীয় ভাষা শুনে বোবা কালা হয়ে যাই আর কী ৷ 😞🤢

যাক্ গে , থাকতে থাকতে শিখে যাবো (বোধহয়) ৷ আপাতত চকলেট ডে তে দীপ চকলেট ছাড়াও বেশ কিছু গিফ্ট দিল সেগুলো পেয়েই বেজায় খুশি ৷😍 তবে বড় ডেয়ারী মিল্কটা রাস্তায় আসতে আসতেই সাঁটিয়ে দিয়েছি।