মধু যাত্রা

অনিন্দিতা গুড়িয়া,

নিউ-দিল্লি

চৈতী চাঁদের মিলন অনুরাগে
পুষ্প বনে কোকিল কুহু গায়
আমোদিত চৈত্র সন্ধ্যা
আম্রমুকুল সুগন্ধ ছড়ায়।

হাওয়ায় এখন নেই কো তাপের পরশ
দখিন সমীর বইছে মৃদুমন্দ
রক্তাভ ওই শিমুল পলাশ পথে
চন্দ্র কিরণ ঝর্ণা মধুছন্দ।

দূর গগনে শুকতারা ঐ ফুটে
চেয়ে আছে নিমেষ হারা নেত্রে
বন শ্যামলীর সুপ্ত হিয়ার মাঝে
মৃদুল গমন রাত্রি নামে ক্ষেত্রে।

পথ ভোলা মন সাগর পাড়ি দিতে
ও সখী তোর শরীর বানাস নৌকা
দাঁড়ি মাঝির দক্ষ হাতের গুনে
শূন্য হবে অহম্পুর্বিকা।