গন্ধরাজ
অঞ্জলি দেনন্দী, মম,
নিউ-দিল্লি
দোল পূর্ণিমার নিশা হাসে।
গন্ধরাজ জ্যোৎস্নাকে ভালবাসে।
আকাশ থেকে তাই তো ধরায় আসে।
সদ্য প্রস্ফুটিত সে বসন্তকে ভরায় সুবাসে।
আমার গন্ধরাজের আশেপাশে
জোনাকিরা রাশে রাশে রাশে
জানি না, ওড়ে কোন সে আশে?
প্রকৃতি মাতোয়ারা চৈত্র মাসে।
সুদূরের শশী বিহ্বল অশেষ আকাশে।
কি যে আকুলতা রজনীর বাতাসে!
তুমি বিরাজিত আমার প্রেমের আবাসে।
তাই তো ব্যাকুলতা আমার শ্বাসে।
হৃদয়ের রক্তে মিলনেচ্ছার নাও ভাসে।
আমার মনের মত গন্ধরাজ তোমার কাছে আসে।
তোমার হাতের পরশে ও বিগলিত উল্লাসে।