কালাচ
অনিন্দিতা গুড়িয়া,
নিউ-দিল্লি
নিজের ভিতর জাগিয়ে তোল শক্তি
নারী তুমি নওকো মোটেই দুর্বল
দুর্যোধনের জঙ্ঘায় মারো গুপ্তি।
রসিক
অনিন্দিতা গুড়িয়া,
নিউ-দিল্লি
ছন্দ বদ্ধ কবিতা আজ ছড়া
পদ্যগুলো তন্দুরিতে প'ড়ে
খাচ্ছি চুষে মটন মাংস ছাড়া।
প্রেমিক মন
অনিন্দিতা গুড়িয়া,
নিউ-দিল্লি
মেঘ ভেসে ভেসে যায়
মন চলে সুদূরে
আঁখি শুধু তোমা চায়।
কবিতা
অনিন্দিতা গুড়িয়া,
নিউ-দিল্লি
ছন্দগুলো হয়েছে আজ ফসিল
অক্ষরগুলো নির্বান্ধব একা
শব্দের পিঠে ছুঁড়ে মারো ঢিল।
শায়ার
অনিন্দিতা গুড়িয়া,
নিউ-দিল্লি
আমার শায়েরি শুধু তোমাকেই ঘিরে
ড্রেসিং টেবিলে পড়ে আছে গোছা চুল
ভাবছি বসে আর কি আসবে ফিরে!!
লিখিয়ে
অনিন্দিতা গুড়িয়া,
নিউ-দিল্লি
যদি ফেমাস হতে চাও
বুঝবে না তো লোকে
অবান্তর কিছু লিখে যাও।
নির্ঘুম
অনিন্দিতা গুড়িয়া,
নিউ-দিল্লি
ঘুমোইনি রাতে
জেগে দেখেছি স্বপ্ন
বসেছিলাম ছাতে।
আধুনিক কবিতা
অনিন্দিতা গুড়িয়া,
নিউ-দিল্লি
শব্দকোষের দুর্বোধ্য যত শব্দ
হাতড়ে নিয়ে লিখে ফেলো খাতায়
নিমেষে কবিতা তোমার হাতে জব্দ।