বন্ধু
হরিহর বৈদ্য,
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনাা
বন্ধু ছিলাম আমরা যে দুইজনে
সময় কাটে আমাদের একসাথে,
একলা যেন ভাল্লাগেনা কারো
সকাল দুপুর বিকাল কিংবা রাতে।
সকাল হলে কোচিং যাবার পালা
একই বেঞ্চে বসবো পাশাপাশি,
ঝগড়া ছিল তার ও আমার মাঝে
কে পরাবে স্যারের হাতে রাখি ।
ফেরার পথে একই ছাতার তলে
আনন্দেতে গাইতুম মোরা গান,
কেউ যদি বা কাদা ছেটায় গায়ে
ফিরিয়ে দিতাম তাদের অপমান।
এক-ই টিফিন ভাগ করে খাই দুজন
ভালবাসা ভাগ করি না মোটে,
সত্তিকারের বন্ধু এমন হয় ----
কার বলো তো এমন সঙ্গী জোটে!
বন্ধুর থেকে হয় না কিছুই বড়
সত্যিকারের বন্ধু আছে যার,
নয়তো বড় অর্থ তাদের কাছে
বন্ধুই হলো শ্রেষ্ঠ উপহার।

গাছ বাঁচাও
হরিহর বৈদ্য,
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনাা
গাছকে কাটিস অনায়াসে
করতে সমাজ আধুনিকরণ,
জল অপচয় করিস, তবু--
জলই হল আসল জীবন।
জলের জন্য উঠবে হাহাকার
আকাশ ফাটা আর্তনাদে,
সেদিন পয়সা দিয়েও জল পাবে না
পড়বে তুমি এমন ফাঁদে!
মাইল মাইল পথ হেঁটে আজ
জল, করছ জোগাড় কোনভাবে,
বুকের ছাতি ফাটবে যেনো
ওই এক বিন্দু জল অভাবে।
বন কেটে আজ গড়ছি মোরা
নূতন নূতন সভ্যতাকে,
সভ্য জাতি তবুও ঋণী--
অমূল্য এই গাছের কাছে।
যদি মোরা সাবধান না হই
তবু বৃক্ষরোপণ নাহি করি,
প্রকৃতিও ফেলবে যে রোষ
ঘোরাবে তার আপন ছড়ি।
তাই নিজে বাঁচো ও গাছকে বাঁচাও
গাছ থাকলে বৃষ্টি হবে,
নইলে পরে আসবে সেদিন
যেদিন জল বিহনে মরতে হবে।