বন্ধু

হরিহর বৈদ্য,

ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনাা

বন্ধু ছিলাম আমরা যে দুইজনে
সময় কাটে আমাদের একসাথে,
একলা যেন ভাল্লাগেনা কারো
সকাল দুপুর বিকাল কিংবা রাতে।

সকাল হলে কোচিং যাবার পালা
একই বেঞ্চে বসবো পাশাপাশি,
ঝগড়া ছিল তার ও আমার মাঝে
কে পরাবে স্যারের হাতে রাখি ।

ফেরার পথে একই ছাতার তলে
আনন্দেতে গাইতুম মোরা গান,
কেউ যদি বা কাদা ছেটায় গায়ে
ফিরিয়ে দিতাম তাদের অপমান।

এক-ই টিফিন ভাগ করে খাই দুজন
ভালবাসা ভাগ করি না মোটে,
সত্তিকারের বন্ধু এমন হয় ----
কার বলো তো এমন সঙ্গী জোটে!

বন্ধুর থেকে হয় না কিছুই বড়
সত্যিকারের বন্ধু আছে যার,
নয়তো বড় অর্থ তাদের কাছে
বন্ধুই হলো শ্রেষ্ঠ উপহার।