হুঁশিয়ার

অনুপ কুমার চট্টরাজ,

দিল্লি

বহুকাল রয়েছি আমরা অটুট ভালবাসা-প্রেমে,
এখনও তা বিরজমান উভয়ের উদ্যমে।

দিয়েছ প্রাণদায়ী উদক মোরে শৈশবে,
পেয়েছি তোমা হতে উদ্দীপক-শক্তি যৌবনে।
রেখছো আগলে দুহস্তে মোরে নানান অলিঞ্জরে,
করেছো সেবা-শুশ্রুষা মাতৃবৎ রূপে।

আমিও অকৃতজ্ঞ নই, ফিরায়ে দিতে চাই - প্রতিদানে,
মম লহিতকণা বহিছে সদা তব ধমনীতে।
আমিরই প্রাণে শোভিত তব গৃহ-বৈঠকখানা,
শতখন্ড কলেবরে পূর্ণ তব রন্ধনশালা।
প্রজ্জ্বলিত কায়াতে জীবিত শীতার্ত প্রাণীরা,
মম ছায়াতে হয়েছে, বহুযুগ ধরে, বহু পান্থশালা।

তবে কোন্ আক্রশে নিয়েছ অসি তব করে,
বহুকালের বন্ধুপ্রীতি ভুলাইয়া চিরতরে?
জানো না আমরই মৃত্যুতে হবে সৃজিত তব মৃত্যুবাণ,
রক্ষা পাবেনা মনুষ্যজাতি- হও হুঁশিয়ার।