ভালো থাক মায়েরা

সুতৃষ্ণা রয় ভৌমিক,

বালি, হাওড়া

ছোটো থেকেই মা এর মতন অনেককেই পেয়েছি।
সবাইকে সোহাগ করে নাম ও দিয়েছি।।

বম্মা বলে ডাকি যাকে বড়ই সুন্দরী।
মেজোমার কাছে আমি বড্ড আদুরি।।

সেই ছোট্ট বেলায় মামমাম বলে ডেকেছিলাম যাকে, -
ছোট জেঠু ছোড়দা ভাইয়ের ঘরটি আলো রাখে।
খুব কান্না কেঁদেছিল খুশিতে সেদিন
বিয়ের মেহেন্দি হাতে পরালো যেদিন।।

নিজের মা কে ডাকতাম পুকুমা বলে।
ভালো মার কোলে চড়তাম জুতো কেনার ছলে।।

কাউকে ডাকি রাঙামা, কেউ আবার হয় মণিমা।
এখন আবার নতুন জন, সে আমার বালির মা।।

ভিন্ন ভিন্ন নাম এর সাথে আছে ভিন্ন স্পর্শ,-
কিন্তু সবাই খুব ভালোবাসে, তা আমার কাছে স্পষ্ট।
ভালোবাসা সবার জন্য শুভেচ্ছা মাতৃ দিবসের
ভাল থাক সব মায়েরা বিশ্ব চরাচরের।।