প্রানের ঠাকুর

মনোজ কুমার গঙ্গোপাধ্যায়,

কলকাতা

আমাদের কবি রবি ঠাকুর
চলে গেছেন অনেক দূরে
রয়ে গেছে তার রচনা
শব্দে ছন্দে ভরে।

ভেবে অবাক হই যে আমি
সৃষ্টি তিনি করলেন এমনই
একজন পড়া করলে শুরু
শেষ হবে না কোনদিনই।

সবার মনের রাজা হয়ে
আছেন তিনি আসন জুড়ে
পঁচিশে বৈশাখ এলে
সবাই উঠি নড়েচড়ে।

তাঁর কবিতায় গল্পে গানে
শ্রদ্ধা জানাই মনে প্রানে
জোড়াসাঁকো বিশ্বভারতী
সারা জগৎ প্রাঙ্গনে। ।