প্রেম অমর

অনুপ কুমার চট্টরাজ,

কলকাতা

প্রেম অমর
প্রেম ছিল আছে থাকবে
যুগ যুগ ধরে
বহু যুগ পরে।

প্রেম সকাম প্রেম নিষ্কাম
প্রেমে নেই জাত বেজাতের ভেদ,
প্রেম ভক্তি প্রেম সাধনা
প্রেম পূজা, প্রেম শ্রদ্ধা।

রাধার মতোএমন করে
প্রেম সাধনা কজন পারে
মা যশোদার কানু প্রেম
আর মীরা তো প্রেমে ঘর ছাড়ে।

যেখানে প্রেম নেই
সেখানে জীবন নেই
যেখানে প্রেম আছে
সেখানে সব আছে।

প্রেম বিহীন জীবন ঊষর মরুভূমি
ক্যাকটাসের কাঁটায় ক্ষতবিক্ষত প্রান,
প্রেম যেন শস্য শ্যামলা পূণ্যভূমি
হাসি আনন্দ গান।