শারদ প্রবাহ
কৌশিক সেন,
নিউ-দিল্লি
নদী নদীজল অক্ষর হোক গাঙে
তাপিত আলোতে গৃহদেবতার আঁচ
রোদের ভাদরে জাতবেদাঘুম ভাঙে
কুচিকুচি হয় আলো জানালার কাচ।
পথে পথে গুড়ো, চুড়ো করা আহ্লাদ
চিকচিকে বালি শুষে নেয় বোধিজল
বাতাসে ভেসেছে মরীচিকা সংবাদ
মেঘ ভেসে গেলে তটিনীও অবতল।
বল্কল ছাড়ে অপদেবতার শাপ
বিরহে বেঁচেছে আদিম শঙ্খচিল
উত্তাপে বাঁচে মিথুনাবদ্ধ সাপ
দেবতার থানে বাঁধা পড়ে যায় ঢিল।
সন্তানসুখ, ছায়াঘোর সহবাস
পান্থ জনেরা খুলে রাখে রাজবেশ
গৃহ খুঁজে পায় পথভোলা বালিহাঁস
উজাগর হলে স্কন্ধকাটার দেশ।
তবু লরি আসে, তুলে নিয়ে যায় বালি
চুপি চুপি মেঘ ঘর ছাড়ে সন্ন্যাসে
সুরলোকে দেখা সুখের আম্রপালি
হাত নেড়ে ডাকে শারদ উপন্যাসে।।