এসেছে যে হেমন্ত ভেসে গেছে এ মন তো

শিশির ভদ্র,

যশোর

এ কোনো ভণিতা নয়
এ তো নয় গরল দম্ভোক্তি
বয়সের সাথে বিশ্বাসের পরিণয়
এ আমার সরল স্বীকারোক্তি

ঘটে গেছে যা কিছু
এবং ঘটবে ভবিষ্যতে
কালচক্র ছাড়বেনা পিছু
দীর্ঘতা মিশে যাবে তরল হ্রস্বতে

জীবনের করুণ নিঃসঙ্গতা যার নাম
বয়সতাড়িত একেকটি বিচ্ছিন্ন মনোভূমি
আমার স্বপ্নবীজগুলো সেখানেই ছড়ালাম

এসো পরিচর্যা করি~আমি আর তুমি
সম্মিলিত উৎসবে প্রাণের টানে প্রাণে
ফসল তুলবো ঘরে আসছে অঘ্রাণে।।