শহীদ ক্ষুদিরাম

অভিজিৎ দত্ত,

মুর্শিদাবাদ

বাংলার প্রথম শহীদ ক্ষুদিরাম
৩রা ডিসেম্বর তোমার জন্মদিনে
তোমাকে জানাই হাজার সেলাম।

তুমি চেয়েছিলে ইংরেজদের
অত্যাচারের হাত থেকে
দেশকে উদ্ধার করতে
তাইতো এগিয়ে এসেছিলে
দেশের জন্য মৃত্যুবরণ করতে।

ভয় করো নি
ইংরেজদের রক্তচক্ষুকে
মাত্র আঠারো বছর বয়সে
দারুণ দু;সাহস দেখিয়েছিলে
ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে।

ইংরেজরা শত চেষ্টা করেও
পারে নি তোমার মুখ খোলাতে
তাই তো শেষে বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে
তোমাকে ঝুলিয়ে দিয়েছিল ফাঁসিকাঠেতে।

তবুও কী পেরেছে তারা
জনগণের হৃদয় থেকে
ক্ষুদিরামের নাম মুছে ফেলতে?

পরিশেষে সবার কাছে
একটাই অনুরোধ
বিপ্লবী ও স্বাধীনতাসংগ্রামীদের স্বপ্ন
সফল করতে হও তৎপর।