তালেশ্বর: ওস্তাদ জাকির হুসেন

প্রত্যুষ কুমার(ঝোড়ো হাওয়া),

হাওড়া

সুর জাগিয়েছিলে সবার প্রাণে,
তাল বেঁধেছিলে আপন তানে।
গেঁথেছিলে তুমি সুরের মালা,
ভুবনে থমকে লয়ের খেলা।

ঝড় উঠেছিল, সুর বেজেছিল
সেই সুরে মোর প্রাণ জেগেছিল।
নেচেছিল প্রান্তর, কেঁদেছিল অন্তর,
হয়েছিলাম সেদিন লহরীতে বিভোর।

সাত মাত্রায় উথাল পাথাল,
কাটলো বুঝি জীবনের তাল!
থাকবে তুমি সবার মাঝে,
তালেশ্বর হয়ে সুরের সাজে।